degree 1st year sociology suggestion

Degree 1st year Suggestion 2021 -Sociology 2nd Part

degree 1st year sociology suggestion 2021

Degree 1st year Suggestion 2021 Sociology 2nd Part

degree 1st year exam suggestion 2021 Sociology 2nd part for degree 1st year student. 100% Common Sociology suggestion with answer sheet. So you have to follow this suggestion for doing well in the examination.

 

ডিগ্রি প্রথম বর্ষ সমাজবিজ্ঞান সাজেশন্স

সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র

সামাজিক ইতিহাস ও নৃবিজ্ঞান

অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী

There will be a total of 12 questions in which you will have to answer ten questions.                                                    Marks – (10×1=10)

১. প্রশ্ন : সামাজিক ইতিহাস কি বা কাকে বলে?

উত্তর : সামাজিক ইতিহাস হল সমাজস্থ মানুষের আর্থসামাজিক, ধর্মীয়, রাজনৈতিক কার্যকলাপ, পরিবর্তনশীল সমাজ কাঠামো এবং বিশ্বাস ও মূল্যবোধের যুক্তি-প্রমাণ নির্ভর বিজ্ঞানভিত্তিক অধ্যায়ন।

 

২. প্রশ্ন : সামাজিক ইতিহাস সম্পর্কে ভিকো এর সংজ্ঞাটি কি?

উত্তর : সামাজিক ইতিহাস হচ্ছে সমাজের বিভিন্ন ঘটনা যেমন প্রথা, আচার, জীবনযাপন প্রণালী, অনুষ্ঠান, প্রতিষ্ঠান ইত্যাদি সমন্বয়ে গঠিত ইতিহাস।

 

৩. প্রশ্ন  : political economy বইটি কার লেখা?

উত্তর : political economy বইটি লিখেন কার্ল মার্কস (karl Marx).

 

৪. প্রশ্ন : আকবর নামা ও আইন-ই-আকবরী গ্রন্থের রচয়িতা কে?

উত্তর : আবুল ফজল।

 

৫. প্রশ্ন : ‘কিতাবুল হিন্দ’ গ্রন্থের রচয়িতা কে?

উত্তর : আল বিরুনী।

 

৬. প্রশ্ন:  ancient society গ্রন্থটির রচয়িতা কে?

উত্তর : এল এইচ মরগান।

 

৭. প্রশ্ন : culture বা সংস্কৃতি কি?

উত্তর : Culture অর্থ – কর্ষণ বা চাষ. ইহা একটি জনগোষ্ঠীর সামগ্রিক জীবনের রূপরেখা।

 

৮. প্রশ্ন : প্রস্তর যুগ কি?

উত্তর : সমাজ বিবর্তনের যে যুগে মানুষ পাথরের হাতিয়ারের মাধ্যমে আত্মরক্ষা করতো তাকে বলা হয় প্রস্তর যুগ।

 

৯. প্রশ্ন : কোন যুগকে feudalism এর যুগ বলা হয়?

উত্তর : ইউরোপের ইতিহাসে মধ্যযুগ কে feudalism এর যুগ বলা হয়।

 

১০. প্রশ্ন : revolution of Neolithic age এর প্রবক্তা কে?

উত্তর : ভি গর্ডন চাইল্ড।

degree 1st year final suggestion 2019

১৬. প্রশ্ন : a study of history গ্রন্থের লেখক কে?

উত্তর : a study of history গ্রন্থের লেখক আর্নল্ড টয়েনবি।

 

১৭. প্রশ্ন : মিশরীয়দের প্রধান ভাষার নাম কি?

উত্তর : মিশরীয়দের প্রধান ভাষার নাম আরবি ভাষা, যার লিখন পদ্ধতি হলো হায়ারোগ্লিফিক।

 

১৮. প্রশ্ন : heliopolis কি?

উত্তর : heliopolis হল সংযুক্ত মিশরের রাজধানী।

 

১৯. প্রশ্ন : মিশরে এখন পর্যন্ত কতটি পিরামিড টিকে আছে?

উত্তর : মিশরে এখন পর্যন্ত 70 টি পিরামিড আছে।

 

২০. প্রশ্ন : পিরামিড শব্দের অর্থ কি?

উত্তর : গ্রীক ভাষায় পিরামিড শব্দের অর্থ হলো খুব উচ্চ।

 

২১. প্রশ্ন : ব্যাবিলন শব্দের অর্থ কি?

উত্তর : ব্যাবিলন শব্দের অর্থ দেবতার নগর।

 

২২. প্রশ্ন : ব্যাবিলনীয়দের প্রধান দেবতার নাম কি ছিল?

উত্তর : মারডক।

 

২৩. প্রশ্ন : হোয়া অর্থ কি?

উত্তর : হোয়া অর্থ ফুল।

 

২৪. প্রশ্ন : চীনের সর্বশ্রেষ্ঠ দার্শনিক কে?

উত্তর : চীনের সর্বশ্রেষ্ঠ দার্শনিক হলেন কনফুসিয়াস।

 

২৫. প্রশ্ন : হোমার কে ছিলেন?

উত্তর : গ্রিক মহাকবি ও সাহিত্যিক।

 

২৬. প্রশ্ন : রোমান আইন কি নামে পরিচিত ছিল?

উত্তর : রোমান আইন নাগরিকদের জনগণদের আইন নামে পরিচিত.

 

২৭. প্রশ্ন : এপিটাফ কি?

উত্তর : এপিটাফ হলো – জীবনধারার সাক্ষী, সমাজ চিত্রের দর্শন।

 

২৮. প্রশ্ন : manorial system বলতে কি বুঝ?

উত্তর : manor হচ্ছে সামন্ত যুগের কৃষিভিত্তিক সমাজের একটি অর্থনৈতিক সংগঠন।

 

২৯. প্রশ্ন : ম্যানর প্রথা কি বা ম্যানর বলতে কী বোঝো?

উত্তর :  ম্যানর মূলত একটি অর্থনৈতিক একক।

 

৩০. প্রশ্ন : রেনেসাঁ কি?

উত্তর : চতুর্দশ শতাব্দীতে ইউরোপের শিল্প ও সংস্কৃতি জগতে যে পুনর্জাগরণ শুরু হয় তাই ইতিহাসে রেনেসাঁ নামে পরিচিত।

 

৩১. প্রশ্ন : রেনেসাঁ শব্দের অর্থ কি?

উত্তর : রেনেসাঁ শব্দের অর্থ পুনর্জাগরণ।

 

৩২. প্রশ্ন : পুঁজিবাদ কি?

উত্তর : পুঁজিবাদ হলো এমন একটি উৎপাদন ব্যবস্থা যেখানে উৎপাদন ব্যবস্থা ব্যক্তিগত মালিকানার উপর ভিত্তি করে গড়ে ওঠে।

 

৩৩. প্রশ্ন : নৃবিজ্ঞান কাকে বলে?

উত্তর : যে বিজ্ঞান মানুষের দৈহিক ও সাংস্কৃতিক বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করে তাকে নিয়ে বিজ্ঞান বলে।

 

৩৪. প্রশ্ন : নৃবিজ্ঞানের জনক বলা হয় কাকে?

উত্তর : E.B. Tylor কে সামাজিক নিম বিজ্ঞানের জনক বলা হয়।

L.H. Morgan কে আধুনিক নৃবিজ্ঞানের জনক বলা হয়।

 

৩৫. প্রশ্ন : গোত্র কি?

উত্তর : রক্ত সম্পর্কের ভিত্তিতে গঠিত আদিম মাতৃসূত্রীয় সংগঠনের নাম গোত্র বা কৌম।

 

৩৬. প্রশ্ন : পরিবার কি?

উত্তর : পরিবার হল একত্রে বসবাস কারী ব্যক্তি সমষ্টি যারা বিবাহ সূত্রে, আত্মীয়তার সূত্রে, পিতা-মাতা সূত্রে আবদ্ধ একটি সামাজিক গোষ্ঠী। এটা হল ঘনিষ্ঠ সম্পর্কে আবদ্ধ ক্ষুদ্র গোষ্ঠী।

degree 1st year sociology suggestion

৪২. প্রশ্ন : ব্যান্ড কি?

উত্তর : ক্ষুদ্র ও অস্থায়ী মানব সংগঠন কে ব্যান্ড বলে।

 

৪৩. প্রশ্ন : মহাপ্রানবাদ কি?

উত্তর : মহাপ্রানবাদ ধর্মবিশ্বাস সংক্রান্ত একটি মতবাদ।

 

৪৪. প্রশ্ন : ট্যাবু কি?

উত্তর : ধর্মের আধ্যাত্মিক ও অতি প্রাকৃতিক বস্তু প্রভৃতিতে বিশ্বাস স্থাপন করা. এরূপ অসাধারণ কিছু বিশ্বাস করা হয়. এসব অসাধারণ কিছু বস্তুর প্রতি বিশ্বাস স্থাপন ও ট্যাবু।

 

৪৫. প্রশ্ন : মমি কি?

উত্তর : প্রাচীন মিশরীয়রা মৃতদেহ কে সংরক্ষণের জন্য মমিতে পরিণত করত।

 

৪৬. প্রশ্ন : ট্যাবু শব্দটির অর্থ কি?

উত্তর : নিষিদ্ধ।

 

৪৭. প্রশ্ন : টোটেম কি?

উত্তর : টোটেম ঈশ্বরের প্রতীক।

 

৪৮. প্রশ্ন : রূপকথা কি?

উত্তর : রূপকথা হল কাল্পনিক কাহিনী অর্থাৎ লোকসংস্কৃতি একটি বিশেষ রূপ।

 

৪৯. প্রশ্ন : এথনিক গ্রপ কি?

উত্তর : এথনিক গ্রুপ হচ্ছে এমন একটি জনগোষ্ঠী যার সদস্যরা পরস্পর কোন সংস্কৃতি ও ঐতিহ্যের কারণে পরিচিত।

 

৫০. প্রশ্ন : বাংলাদেশের চারটি উপজাতির নাম লিখ?

উত্তর : সাঁওতাল, চাকমা, গারো ও ত্রিপুরা।

 

৫১. প্রশ্ন : চাকমা সমাজের প্রধান কে?

উত্তর : চাকমা সমাজের প্রধান চাকমা রাজা।

 

 

ডিগ্রি প্রথম বর্ষ সমাজবিজ্ঞান সাজেশন্স

Degree 1st Year Sociology Suggestion 2020

বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্নাবলী)

There will be a total of 07 questions in which you will have to answer 05 questions.                                                    Marks – 5×4=20

  1. : সামাজিক ইতিহাসের সংজ্ঞা দাও?
  2. : সামাজিক ইতিহাসের বিষয়বস্তু কি?
  3. : প্রস্তর যুগ বলতে কী বোঝো?
  4. : নব্য প্রস্তর যুগ কাকে বলে এবং এর বৈশিষ্ট্য গুলো আলোচনা করো?
  5. : সভ্যতা কি?
  6. : নদী তীরবর্তী সভ্যতা বলতে কি বুঝ?
  7. : হাম্বুরাবি আইন কি?
  8. : সভ্যতার সংজ্ঞা দাও?
  9. : রোমান সভ্যতার পতনের কারণগুলি উল্লেখ করো?
  10. : সামন্ততন্ত্র বলতে কী বোঝো?
  11. : শিল্পায়িত সমাজ এর বৈশিষ্ট্য গুলি লেখ?
  12. : নৃবিজ্ঞানের সংজ্ঞা দাও ও বিজ্ঞান নৃবিজ্ঞান কাকে বলে?
  13. : প্রত্নতত্ত্ব কি?
  14. : নৃবিজ্ঞানের বৈশিষ্ট্য উল্লেখ করো?
  15. : জ্ঞাতি সম্পর্ক কাকে বলে?
  16. : বিবাহের সংজ্ঞা দাও?
  17. : শ্রেণী মূলক ও বর্ণনামূলক জ্ঞাতি সম্পর্কের মধ্যে পার্থক্য নির্দেশ কর?
  18. : খাদ্য অর্থনীতি কি?
  19. : আদিম অর্থনীতি বলতে কী বোঝায়?
  20. : রাষ্ট্র কি ?রাষ্ট্রের বৈশিষ্ট্য সমূহ কি কি?
  21. : ধর্মের সংজ্ঞা দাও?
  22. : সর্বপ্রাণবাদ ও মহাপ্রানবাদ বলতে কি বুঝ?
  23. : নরগোষ্ঠী বলতে কি বুঝ?
  24. : উপজাতি কাকে বলে?

degree 1st year exam suggestion 2019

ডিগ্রি প্রথম বর্ষ সমাজবিজ্ঞান সাজেশন্স ২০২০
Degree 1st Year Sociology exam Suggestion 2020

গ-বিভাগ রচনামূলক প্রশ্নাবলী

There will be a total of 07 questions in which you will have to answer 05 questions.                                                    Marks – 5×10=50

  1. : সামাজিক ইতিহাসের সাথে সমাজবিজ্ঞানের সম্পর্ক আলোচনা কর?
  2. : মধ্য প্রস্তর যুগের সামাজিক ও সাংস্কৃতিক বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো?
  3. : নব্য প্রস্তর যুগের সামাজিক ও সাংস্কৃতিক বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো?
  4. : মিশরকে কেন নীল নদের দান বলা হয় ব্যাখ্যা করো?
  5. : সিন্ধু সভ্যতার বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো?
  6. : গ্রিক সভ্যতা সংক্ষিপ্ত বর্ণনা দাও?
  7. : মধ্যযুগীয় ইউরোপের বিশ্ববিদ্যালয়ের উত্থান আলোচনা করো?
  8. : সমাজ জীবনের শিল্পায়নের ইতিবাচক দিকগুলো আলোচনা করো?
  9. : ভারতীয় উপমহাদেশে পুঁজিবাদ বিকাশের পথে অন্তরায় সমূহ আলোচনা কর?
  10. : নৃবিজ্ঞান পাঠের গুরুত্ব ও প্রয়োজনীয়তা আলোচনা করো?
  11. : পরিবারের কার্যাবলী লিখ?
  12. : মর্গান এর মত অনুযায়ী পরিবারের বিবর্তন আলোচনা করো?
  13. : আদিম সমাজের জীবন ছিল ভুরিভোজ না হয় উপবাস” ব্যাখ্যা করো?
  14. : রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে লুই এর মতবাদ পর্যালোচনা কর?
  15. : ধর্ম ও যাদু বিদ্যার মধ্যে পার্থক্য নির্দেশ কর?
  16. : মহাস্থানগড় ও পাহাড়পুর আবিষ্কৃত প্রধান প্রধান প্রত্নতাত্ত্বিক নিদর্শন সমূহ    বর্ণনা করো?

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *