অনার্স ১ম বর্ষের ফরম ফিলাপ ২০২২

অনার্স ১ম বর্ষের ফরম ফিলাপ ২০২২(সংশোধিত) বিজ্ঞপ্তি

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ১ম বর্ষের ফরম ফিলাপ ২০২২ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তিতে অনার্স প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার্থীদের ফরম পূরণের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। আপনি আমাদের ওয়েবসাইট থেকে অনার্স প্রথম বর্ষের ফরম ফিলাপ এর নোটিশ ডাউনলোড করে নিতে পারবেন কারণ আমাদের ওয়েবসাইটে ফরম ফিলাপের নোটিশ আমরা প্রকাশ করেছি। অনেকেই আছেন যে এখনো জানেন না অনার্স প্রথম বর্ষের ফরম ফিলাপ এর তারিখ দেওয়া হ হাইয়েছে। আমাদের ওয়েবসাইট থেকে ফরম ফিলাপ সম্পর্কিত সকল তথ্য। কিভাবে ফরম ফিলাপ করবেন এবং আবেদনের পদ্ধতি উদাহরণসহ নিচে দেওয়া হল। নিচের পদ্ধতি অনুসরন করে খুব সহজেই আপনি আপনার ফরম ফিলাপের আবেদনটি করতে পারবেন।

অনার্স ১ম বর্ষের ফরম ফিলাপ ২০২২

বর্তমানে সকল শ্রেণীর ফরম ফিলাপ এখন অনলাইনের মাধ্যমে পূরণ করা হয়। তাই শিক্ষার্থীদের অনেক ঝামেলা পোহাতে হয় না। অনলাইনে তারা তাদের সকল তথ্য পূরণ পূর্বক অনার্স ১ম বর্ষের ফরম ফিলাপ ২০২২ সম্পন্ন করতে পারবে। অনলাইনে ফরম পূরণের মাধ্যমে শিক্ষার্থীদের ভোগান্তির শিকার হতে হয় না। এতে তারা খুব সহজে তাদের ফরমটি পূরণ করে কলেজে জমা প্রদান করতে পারেন এবং ফরম ফিলাপের নির্ধারিত ফি অনলাইনে প্রদান করতে পারেন।

জেনে নিন

  • অনার্স ১ম বর্ষের ফরম ফিলাপের আবেদন পদ্ধতি
  • অনার্স ১ম বর্ষের ফরম ফিলাপ কত টাকা
  • ফরম ফিলাপের তারিখ

image

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ১ম বর্ষের ফরম ফিলাপের আবেদন পদ্ধতি

যদি আপনি একজন অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার মনে প্রশ্ন জাগতে পারে অনার্স ১ম বর্ষের ফরম ফিলাপের আবেদন পদ্ধতি সম্পর্কে। তাই নিচের পদ্ধতিগুলো অনুসরণ করুন এবং জেনেনিন অনার্স প্রথম বর্ষের ফরম ফিলাপ এর আবেদন পদ্ধতি।

অনার্স ১ম বর্ষের ফরম ফিলাপ ২০২২ নোটিশ ডাউনলোড

  1. প্রথমে আপনাকে যেতে হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের http:// nubd.info/honours ওয়েবসাইটimage
  2. উপরের মত ছবি আসবে আপনার কোন ডিগ্রিতে আছেন আপনি সেটা সিলেক্ট করুন এবং ইয়ার সিলেক্ট করুন
  3. এবার আপনার রেজিস্ট্রেশন নাম্বার টি দিন
  4. এবার আপনার ফোন নাম্বারটি দিন এবং আপনার ফরম ফিলাপের সমস্ত প্রসেস পূরণ করুন।

অনার্স ১ম বর্ষের ফরম ফিলাপ কত টাকা

  • তত্ত্বীয় প্রতি পূর্ণ পত্র 250:   1750/- বা1500/-টাকা
  • ইনকোর্স পরীক্ষার ফি বাবদ : 300/-
  • ব্যবহারিক ফি প্রতি বিষয়ে : 250/-
  • কেন্দ্র ব্যবহারিক বিষয়ে: 250/-
  • কেন্দ্র ফি : 450/-
  • তত্ত্বীয় (প্রতি অর্ধ পত্র) 250/-
  • মান উন্নয়ন/গ্রেড উন্নয়ন/অনিয়মিত(পত্র প্রতি ফি) :300/-

অনার্স ফরম ফিলাপে কি কি কাগজপত্র লাগে

  • অনলাইনে পূরণকৃত ফরম সর্বনিম্ন এক কপি
  • পাসপোর্ট সাইজের সদ্য তোলা রঙিন ছবি 2 কপি । কলেজ ভেদে
    ভিন্ন হতে পারে।
  • টাকা.100 (কলেজ এর উপর নির্ভরশীল)

 

অনার্স প্রথম বর্ষ ফরম ফিলাপের তারিখ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী 12 ই মে 2022 খ্রিস্টাব্দ তারিখ হইতে অনার্স প্রথম বর্ষের ফরম ফিলাপ আবেদন শুরু হবে এবং শেষ হবে আগামী 9 জুন 2022 খ্রিস্টাব্দ তারিখে।

এর মধ্যে সকল শিক্ষার্থীকে তাদের ফরম ফিলাপ এর আবেদন কনফার্ম করতে হবে। তাছাড়া পরবর্তীতে কোনো আবেদন গ্রহন করা হবে না।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *