পদ্মা সেতুর টোল ভাড়া

পদ্মা সেতুর টোল ভাড়া কত ? পদ্মা সেতুর টোল রেট কত

পদ্মা সেতুর টোল ভাড়া কত জেনে নিন। বর্তমানে বাংলাদেশের সর্বোচ্চ দীর্ঘতম সেতু হল পদ্মা সেতু। বাংলাদেশের রাজধানী শহরের সঙ্গে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম অঞ্চলের বিভাগীয় শহরগুলো কে সংযুক্ত করবে এই সেতু। বাংলাদেশ সর্বোচ্চ ও দর্শনীয় সেতু হল বর্তমানে নির্মিত পদ্মা সেতু্ । পদ্মা সেতু নির্মিত হচ্ছে পদ্মা নদীর ওপরে তাই এর নাম রাখা হয় পদ্মা সেতু। পদ্মা সেতুতে সকল ধরনের যানবাহন চলাচল করবে। যানবাহন বাস-ট্রাক অন্যান্য সকল যানবাহন এর জন্য থাকছে উপরে এবং রেললাইন থাকবে নিচে ।

Padma Bridge toll rate chart পদ্মা সেতুর টোল তালিকা ২০২২

পদ্মা সেতুর উপর দিয়ে যানবাহন চলাচলের জন্য টোল নির্ধারণ করেছে বাংলাদেশ সরকার। মঙ্গলবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বিভিন্ন পরিবহনের জন্য আলাদা আলাদা হার টোল নির্ধারণের জন্য প্রজ্ঞাপন জারি করে। উক্ত প্রজ্ঞাপন অনুসারে সরকারী সিদ্ধান্ত অনুসারে পদ্মা সেতুতে পাড়ি দেওয়ার জন্য বিভিন্ন যানবাহনকে বিভিন্ন পরিমাপের বহন করতে হবে। পদ্মা সেতুর টোল তালিকা 2022 আমরা নিচে প্রদান করেছি । সকল যানবাহন অনুসারে তালিকা দেখে নিন।[adhere]

পদ্মা সেতুর টোল ভাড়া কত ?  কোন যানবাহনে 

বহুমুখী পদ্মা সেতু চালুর ফলে রাজধানী থেকে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের শহরগুলোর সঙ্গে যোগাযোগ ব্যবস্থা সহজ হবে। সেই লক্ষ্যে নির্মিত হয়েছে পদ্মা সেতু। এবং পদ্মা সেতুর অপর চলাচল কৃত যানবাহনের জন্য নির্ধারণ করা হয়েছে ভিন্ন ভিন্ন  টোল। পদ্মা সেতুর টোল কোন যানবাহনে কত নিচে দেখুন[adhere2]

ক্রমিক নং যানবাহনের শ্রেণি টোল হার (টাকা)
1 মোটরসাইকেল 100
2 কার, জীপ 750
3 পিক আপ 1200
4 মাইক্রোবাস 1300
5 ছোট বাস (31 আসন বা এর কম) 1400
6 মাঝারি বাস (32 আসন বা এর বেশি) 2000
7 বড় বাস (3 এক্সেল) 2400
8 ছোট ট্রাক (পাঁচ টন পর্যন্ত) 1600
9 মাঝারি ট্রাক(৫ জনের অধিক হতে 11 টান) 2800
10 মাঝারি ট্রাক (8 টন অধিক হতে 11 টন) 2800
11 ট্রাক (3 এক্সেল পর্যন্ত) 5500
12 ট্রেইলার (4 এক্সেল পর্যন্ত) 6000
13 ট্রেইলার (4 এক্সেল এর অধিক) 6000 + প্রতি এক্সেল 1500

ফেরি ভাড়া ও padma bridge toll rate 2022

ঢাকা হতে এক্সপ্রেস সময় দূরত্ব 55 কিলোমিটার। এবং এই 55 কিলোমিটার এক্সপ্রেস ওয়ে নির্মাণ খরচ হয়েছে মোট 11 হাজার 3 কোটি 90 লাখ টাকা । এই খরচ অনুযায়ী প্রতিটি বাসে 495 এবং ট্রাকে 550 টাকা টোল দিতে হবে । পদ্মা সেতুর টোল ভাড়া অনুযায়ী ফেরি ভাড়া ও padma bridge toll rate 2022:[adhere1]

পদ্মা সেতুর টোল ভাড়া কত

পদ্মা সেতু চালু হলে দক্ষিণ পশ্চিম বাংলা প্রায় 19 টি জেলা সরাসরি বাংলাদেশের কেন্দ্র বা রাজধানীর সাথে সংযুক্ত হবে। এবং ঢাকা ভাঙ্গা যাতায়াতের সময় কমে এক ঘন্টায় নেমে আসবে। অন্যান্য অঞ্চলের দূরত্ব কমে আসবে।

হানিফ পরিবহন অনলাইন টিকিট কাটার নিয়ম

পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান ২০২২

বিভিন্ন পরীক্ষায় এবং জেনে রাখার মত কিছু তথ্য রয়েছে পদ্মা সেতু সম্পর্কে। এসকল তথ্য গুলো আমরা নিচে আপনাদের জন্য উপস্থাপন করেছি।

প্রশ্ন:   পদ্মা সেতুর দৈর্ঘ্য কত ?

উত্তর:  পদ্মা সেতুর দৈর্ঘ্য 6.15 কিলোমিটার।

প্রশ্ন:  পদ্মা সেতুর প্রস্থ কত?

উত্তর: পদ্মা সেতুর প্রস্থ 18.10 মিটার(59.4 ফুট)।

প্রশ্ন:   দুই প্রান্তের উড়াল পথ এর দূরত্ব কত?

উত্তর: দুই প্রান্তের উড়াল পথের দূরত্ব 3.68 কিলোমিটার।

প্রশ্ন:  পদ্মা সেতুর সর্বমোট সেতুর দৈর্ঘ্য কত?

উত্তর: পদ্মা সেতুর সর্ব মোট দৈর্ঘ্য 9.83 কিলোমিটার

প্রশ্ন:   পদ্মা সেতুর ব্যয় কত?

উত্তর: পদ্মা সেতুর মোট ব্যয় 30 হাজার 193 কোটি টাকা?

প্রশ্ন: পদ্মা সেতুর ঠিকাদারী প্রতিষ্ঠানের নাম কি?

উত্তর: পদ্মা সেতুর কনস্ট্রাকশনের কাজ করছে চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন ,চায়না।

প্রশ্ন:চুক্তি মূল্য : ১২,১৩৩.৩৯ কোটি টাকা।

উত্তর:চুক্তি স্বাক্ষরের তারিখ : জুন ১৭,২০১৪।

প্রশ্ন: পদ্মা সেতুর কার্যাদেশ প্রদানের তারিখ কত?

উত্তর: পদ্মা সেতুর কার্যাদেশ প্রদানের তারিখ 26 নভেম্বর 2014।

প্রশ্ন: পদ্মা সেতু কোন কোন জায়গাকে সংযুক্ত করছে?

উত্তর: পদ্মা সেতুর মাওয়া থেকে জাজিরা কে সংযুক্ত করেছে?

প্রশ্ন: পদ্মা সেতু কোন জেলায় অবস্থিত?

উত্তর: পদ্মা সেতুর মুন্সিগঞ্জ ও শরীয়তপুর জেলায় অবস্থিত।

প্রশ্ন: পদ্মা সেতু কত লেনের সড়ক থাকছে?

উত্তর: পদ্মা সেতু 4 লেনের সড়ক থাকবে ।

প্রশ্ন: সেতুর পাইলিং সংখ্যা কতটি?

উত্তর: পদ্মা সেতুর পাইলিং সংখ্যার 26৪ টি।

প্রশ্ন:  পদ্মা সেতুর পিলার সংখ্যা কতটি

উত্তর: সেতুর পিলার সংখ্যা 42 টি।

প্রশ্ন: ভায়াডাক্ট  পিলার সংখ্যা কতটি?

উত্তর: ভায়াডাক্ট পিলার সংখ্যা মোট ৮১ টি

প্রশ্ন: পদ্মা সেতুর অফিশিয়াল নাম কি?

উত্তর: পদ্মা সেতুর অফিশিয়াল নাম পদ্মা বহুমুখী সেতু? এবং রক্ষণাবেক্ষণ বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ?

প্রশ্ন: পদ্মা সেতুর নকশা কার?

উত্তর: পদ্মা সেতুর নকশা কার AECOMG

প্রশ্ন:  নির্মাণ কাজ শুরু তারিখ ও শেষ তারিখ?

উত্তর: পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হয় 7 ডিসেম্বর 2014 এবং শেষ হয় 2021।

প্রশ্ন: পদ্মা সেতুর স্প্যান সংখ্যা কত?

উত্তর: পদ্মা সেতুর স্প্যান সংখ্যা ৪১ টি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *